ওই পথ ধরে হাটতে হাটতে
কালের রেলিঙ ভেঙে ভেঙে
পথিক তারিয়ে ফিরে ব্যস্তসমস্ত সময়।
পথিকের পথিক পরিচয়
মিলিয়ে যায় তার পদধূলির মতোন।
হুটহাট তাড়াহুড়া,
দেখলে না,
আমি দাড়িয়ে কাঙাল পথশ্রান্ত পথশিশু!
দেখবে কি?
আমিতো তোমার কাতারের না।
মিল করেছি।
তোমার আমার মিল,
আমি তুমি রাস্তায়,
নিয়ে উদর ক্ষুধা।
No comments:
Post a Comment