Translate

Tuesday, May 12, 2015

ক্ষিদার ভালনাম ক্ষুদা

বাসুনের অভাবে রাজনৈতিক ক্ষিদা মহামারি
আকারে আক্রান্ত।
নির্বিকার হয়ে বসে আছে পিড়ি খানা।
খাদক নাই!
বাসুন নাই!
দশ গুট সুপারি বেঁচে কলম কিনে ইছকুলের
আপেক্ষা।
নারে,ক্যাডবেরি তর জন্য না!
কবে বুঝবি?
আইজো বুঝলি না!
না, রাজনৈতিক ক্ষিদা আইজো তর গেল নারে।
একদিন না খাইলে কিচ্ছু অয় না,
যা ঘুমা গা।

No comments:

Post a Comment