বলি কি?
নেমে যান,
ইষ্টিপত্রে লিখা ছিল
এইটাই সে ইস্টিশন।
Translate
Friday, May 29, 2015
Tuesday, May 12, 2015
ক্ষিদার ভালনাম ক্ষুদা
বাসুনের অভাবে রাজনৈতিক ক্ষিদা মহামারি
আকারে আক্রান্ত।
নির্বিকার হয়ে বসে আছে পিড়ি খানা।
খাদক নাই!
বাসুন নাই!
দশ গুট সুপারি বেঁচে কলম কিনে ইছকুলের
আপেক্ষা।
নারে,ক্যাডবেরি তর জন্য না!
কবে বুঝবি?
আইজো বুঝলি না!
না, রাজনৈতিক ক্ষিদা আইজো তর গেল নারে।
একদিন না খাইলে কিচ্ছু অয় না,
যা ঘুমা গা।
Monday, May 11, 2015
দৃশ্যত বেমানান
ওই পথ ধরে হাটতে হাটতে
কালের রেলিঙ ভেঙে ভেঙে
পথিক তারিয়ে ফিরে ব্যস্তসমস্ত সময়।
পথিকের পথিক পরিচয়
মিলিয়ে যায় তার পদধূলির মতোন।
হুটহাট তাড়াহুড়া,
দেখলে না,
আমি দাড়িয়ে কাঙাল পথশ্রান্ত পথশিশু!
দেখবে কি?
আমিতো তোমার কাতারের না।
মিল করেছি।
তোমার আমার মিল,
আমি তুমি রাস্তায়,
নিয়ে উদর ক্ষুধা।
Subscribe to:
Posts (Atom)