Translate

Thursday, July 21, 2016

ফুঁ দিন

ঘুমভাঙে দশ টা তেত্তেত্রিশে,
ফুঁকতে ফুঁকতে যাত্রা বসাই
প্রাতিষ্ঠানিক মিলনায়তনের দিক্ -
পরে ফুঁকি,
সম্মোধন।
ফুঁকতে হয় সম্পর্ককে।
আবার কিছুবাদে,
ফুঁকি গণতন্ত্র,
ডাকপারে রাসপুতিন পিছে -
তারেও ফুঁকতে দেই!
এবার আসে যদুমধু,
বাদ দেই না,  দেই তাদেরও।
এর মধ্যে খিদা লেগে যায়,
একটু কম দামে ডিম-ভাত ফুঁকে নেই।
বের হই,
ফুঁকা শেষ হয় না -
ফুঁকি উত্তর দিকের বটগাছ,
ফুঁকতে ফুঁকতে
অপ্রস্তুত হয়ে পরি।
চড়ুইয়ের বিষ্ঠায় হাত মেখে যায়,
সাফকরে, উঠে পরি।
উঠতে উঠতে -
কিছুক্ষণ হাইকের হাসি ফুঁকি তখন,
না এখন যেতে হবে -
যেতে যেতে দেখি,
রাস্তার বালুধুলা এ সময়ের মধ্যেই কাঁদা হয়ে উঠেছে -
তাদেরও ফুঁকে ফেলি ভুলে!
মাঝেমধ্যে একদুজন যোগ দেয় এই যগ্যে।
আলোচনায় আসে ইতিহাস,
সে আর বাদ যাবে কেন? ফুঁকি!
কাশ্মির থেকে ইস্তাম্বুল ফুঁকাফুঁকি চলে।
আলু পটল আসে এর মধ্যে, আবার চলেও যায় উচ্চমার্গীয় রেস্টুরেন্টের দিকে।
শেষে,
আমি আর মধ্যাকর্ষ একসাথে চলে আসি,
আকাশ-পাতাল ফুঁকতে ফুঁকতে!

No comments:

Post a Comment