যখন লাঠি লজেন্স কিনার কথা ছিলো,
কিনতাম না!
ব্যাটারির খেলনাপাতি নিয়ে মেতে
থাকার কথা ছিলো,মাততাম না!
তখন,গুলাই হাতে দৌড়াইছি-
আন্টিশ খেলছি।
আর এখন?
মানুষ কিনবো কেনো!
হবে?হলে হও।
বিকিকিনির হিশেব বুঝি না,
হলে হও,হবে?
দোষসব সেই হারামজাদা শালিকের,গ্রামিক
শালুকের।
হইয়ো না,তুমি হবার নও।
No comments:
Post a Comment