চলেন চালাই চাবুক,
চিবুক চিরে চৌচির হোক -
হবার ছিলো,হোক!
চৈত্রের চৌচালার তাপ,
চিত্তের চাঞ্চল্য চুকিয়েছে প্রতাপ।
চাঙারিতে কি পাইছেন?
চেতনার চরকি?
চলেন চলেন,
চাবুক চালাই!
চলেন চালাই চাবুক,
চিবুক চিরে চৌচির হোক -
হবার ছিলো,হোক!
চৈত্রের চৌচালার তাপ,
চিত্তের চাঞ্চল্য চুকিয়েছে প্রতাপ।
চাঙারিতে কি পাইছেন?
চেতনার চরকি?
চলেন চলেন,
চাবুক চালাই!
হাছনাহেনার বাওবাসে জালবন্দী,
হতে হতেও,না হয়ে -
নগরের হরিণ 'ঘুমন্ত কুকুরের পাশ কাটিয়ে হাটি,
বিক্ষিপ্ত ঘটনা।
জুয়ারি আড্ডার সমানুপাতিক কাপের ঝড়,
শলাকার অগ্নিদগ্ধ দেহ-
ঘড়ির আয়ু বাড়ায়,
আমার কমায়!
কর্তব্য বোঝ?
গলিত লাশে ডোমের দৃষ্টিপাত;
পঁচে যাওয়া,
লার্ভার বংশবৃদ্ধি-
প্রকৃতির কর্তব্য।
বছর ঘুরতেই -
বার্ষিকী পালন,
কর্তব্য
কর্তব্যভার,
কর্তব্যসাধন।
জন্ম?
তাও কর্তব্যই ছিলো!
স্বৈরাচারী টেবিলে সাম্যবাদী ছালুন,
নকশাল প্রেমিকের জন্মদেয়।
টকেগিয়ে পচনধরায় -
উর্বর মস্তকে!
যখন লাঠি লজেন্স কিনার কথা ছিলো,
কিনতাম না!
ব্যাটারির খেলনাপাতি নিয়ে মেতে
থাকার কথা ছিলো,মাততাম না!
তখন,গুলাই হাতে দৌড়াইছি-
আন্টিশ খেলছি।
আর এখন?
মানুষ কিনবো কেনো!
হবে?হলে হও।
বিকিকিনির হিশেব বুঝি না,
হলে হও,হবে?
দোষসব সেই হারামজাদা শালিকের,গ্রামিক
শালুকের।
হইয়ো না,তুমি হবার নও।