তাবৎ জমিনে নিষিক্ত বীজ ,
ময়দান জুড়ে তিক্ত অভিজ্ঞ বালুধোলাতে হামাগুড়ি দেওয়া শিশু পুঁটি মাছ -
বলছিলো ,
নিষিক্তকরনের দায় ভার তার!
সেই সুত্রে,
নিষ্ফলা সময়ের অপেক্ষা শেষে -
মালিকানাও তারই এক্তিয়ারে থাকার কথা।
না,
ময়দান জুড়ে তিক্ত অভিজ্ঞ বালুধোলাতে হামাগুড়ি দেওয়া শিশু পুঁটি মাছ -
বলছিলো ,
নিষিক্তকরনের দায় ভার তার!
সেই সুত্রে,
নিষ্ফলা সময়ের অপেক্ষা শেষে -
মালিকানাও তারই এক্তিয়ারে থাকার কথা।
না,
গোলটেবিল বৈঠকে তার সমাধান হয়নি।
বরং ,
বন্ধনীতে আবদ্ধ হয়ে উঠেছে পিতারা দিনকেদিন ,পুঁটিপুত্রদের জারজ করে!
পচা পুস্কুনির বুদবুদ নাক দিয়ে না ডুকে,
চোখ দিয়ে মার্চ করে প্রবেশ করছে !
পুঁচকে পুঁটি মরছে না, শক্তপুক্ত গজার হয়ে যাচ্ছে ।