Translate

Wednesday, November 1, 2017

ধ্যাতব্য কালি

বিষাক্ত কালিতে ভুলেভালে সাদা শার্ট মেখেছে,
অনেকটা মাখামাখি হয়েছে।
দুতালা ডুপ্লেক্স বাড়ির সিঁড়ি যেমন সিনা বরাবর পৃথক করে বাতাস-
ঠিক পাশ-কার্নিশে জমাট হাউতাশ!

অপ্রস্তুতবসত,
সিঁড়ির পাশ-দেয়ালের লাল ইটেও কালো শার্ট মেখেছে,
অনেকটা কালিমা লেপন হয়েছে।
কক্ষের মাঝ বরাবর ছাদে গৃহগোধিকার উবাস পায়চারী-
অনুসন্ধানের কারবারী!

মেপেমেপে সিরিঞ্জ ভর্তি থিওপেন্থল নিলেও,
সে গোধিকা গুপ্তচর ব্যর্থ!

দুষিত কালির কালিমা, অন্তঃক্ষেপনে উঠে না।
দাগ উঠে না!