রাত্রি প্রহর-
সীমিত বাতাসে হাতড়াই,
ভারসাম্যহীন বোধ হয়!
রেস্টুরেন্ট মারাইয়া রসালো সময় কাটাতে পারি না,
অসুস্থ অসুস্থ মনে হয়!
জনপ্রিয় ভাইব্রাদার হয়ে উঠতে পারি না,
বিকার বিকার লাগে!
সকাল হয়-
সুস্থদের ভিড়ে আসি- অসুস্থতা ডাকপারে,
অকেজো অকেজো বোধ হয়!
কেতাদুরস্তপনা করতে পারি না,
অচল অচল লাগে!
টানে-পানে কোনটাতেই সুখ হয় না,
টানামেরে পরে থাকি -
অসুখ অসুখ লাগে!
সুস্থদের ভিড়ে আসি- অসুস্থতা ডাকপারে,
অকেজো অকেজো বোধ হয়!
কেতাদুরস্তপনা করতে পারি না,
বাতিল বাতিল বোধ করি।
চলন সই যান পলে বেশিদিন টিকাতে পারি না,অচল অচল লাগে!
টানে-পানে কোনটাতেই সুখ হয় না,
টানামেরে পরে থাকি -
অসুখ অসুখ লাগে!
দুপুর হয়-
ভাই মারাইয়া পদাপদি করতে পারি না,
অসুস্থ লাগে!
একটুবাদে -
ভাই মারাইয়া পদাপদি করতে পারি না,
অসুস্থ লাগে!
একটুবাদে -
খিদা লাগতে থাকে খাওনের কিছু পাই না,
বিরক্তি বিরক্তি বোধ হয়-
পরোক্ষণে মনে হয়,অসুস্থ ছিলাম।
স্মরণ হতেই অসুস্থতা ডাক দেয়-
আবার অসুখ অসুখ লাগতে থাকে!
সকালরাতে ফিরতিপথে, সুস্থতার সুখে গোবর মারাই -
না দেখে -
ঘাসে পুছতে থাকি,
আরকি? সেই...অসুস্থ অসুস্থ লাগাতার লাগতে থাকে!