মাধ্যমিকের সময়ে একধারার দিক্ষা ,
সময় এসে পঞ্চপ্রহর কাটিয়ে গেলো-
হাটলাম
হাটলে তুমিও।
এখন নাবালক সময় দ্বান্দিকতাকে ডেকে -
দাড় করিয়ে দিলো ,
দ্বান্দিকতা দূরত্বকে নিয়ে আসলো।
সময় এসে পঞ্চপ্রহর কাটিয়ে গেলো-
হাটলাম
হাটলে তুমিও।
এখন নাবালক সময় দ্বান্দিকতাকে ডেকে -
দাড় করিয়ে দিলো ,
দ্বান্দিকতা দূরত্বকে নিয়ে আসলো।
এক কেটলির পানীয়ই গিলছি,
গিলে যাচ্ছি।
গিলা হচ্ছে কই?
গিলে যাচ্ছি।
গিলা হচ্ছে কই?
বল্লে ,
সব কিছুই বেদাতি দেখছো।
আমার চোখে পরছে না!
অনেক কিছুই সমস্যা সৃষ্টি করছে তোমায় -
তোমার জীবনাচরণে ।
খিল নেড়ে দেখলাম জীবন কি তাই বুঝি না!
বেড়ে যাচ্ছে রাজনৈতিক দূরত্ব ।
সময়কে ডাক দেবার সময় হয়ে এসেছে,
আরো পঞ্চপ্রহর শেষে ,
আবার কথা হবে - হে হিতাকাঙ্খী!
সব কিছুই বেদাতি দেখছো।
আমার চোখে পরছে না!
অনেক কিছুই সমস্যা সৃষ্টি করছে তোমায় -
তোমার জীবনাচরণে ।
খিল নেড়ে দেখলাম জীবন কি তাই বুঝি না!
বেড়ে যাচ্ছে রাজনৈতিক দূরত্ব ।
সময়কে ডাক দেবার সময় হয়ে এসেছে,
আরো পঞ্চপ্রহর শেষে ,
আবার কথা হবে - হে হিতাকাঙ্খী!