Translate

Monday, August 24, 2015

পয়সাবৃষ্টি

ইস্পাত তপ্ত দৃষ্টি ,
স্নানাস্নাত হবে ,
বানে
পয়সাকড়ির বৃষ্টিবানে।

স্নাত হবার খায়েসে,
খায়েসের অক্কা হবে না
হবার নয়।

Friday, August 7, 2015

সিপাইশালায় আবদার

সিপাই তুমি দাড়াও,
আমারেও লগে লইয়া যাও।

এখানে কেউ হারনষ্টদের,
করে না পাখরাও!
খাড়াও খাড়াও,
সিপাই..তুমি খাড়াও।
লগে লইয়া যাও!