Translate

Monday, March 2, 2020

Lovable Yellow Flower

In the late Q of the past decade, 21st century. A dustbin-eater paralyzed Crow was talking to a beautiful field's Sunflower,
Crow - You guys are too acknowledged for no reason like Coal-tar when its free people consider them as food!
Sunflower - We are grown for a big reason like cooking oil, Hopefully, you know TEL is not only an important thing for cooking but an assist of the entire human race.
Crow - Read some of ishop's written story, one of them is about me when I was a healthy guy. Don't talk like a yellow f**ing journalist! You Bloody Yellow COW!
Sunflower - Boomer! how dare you to call me Cow! I'm Flower, A proud yellow flower. Most lovable gogh thing on earth!
Crow was going to reply but some human-like thing with camcorder overstepping him by mistake.
At that time there is a beautiful yellow landscape!

Thursday, July 4, 2019

কি এক বাও হইছে কিছুতাই শইল্লো লাগতাছে না,
না লাগতাছে বৃষ্টির ফুডা,
না কেউর ফালানি ছেপ !
চইত কাত্তি, পতর বেইন বেকবলাই কাকপক্ষী মুত্তাছে,
বাদ যাইতাছে না গোয়াইল, উগার, বৈডক ঘর -
ওই মাগি জ্বালডা আডা,
বাড়তে দে চান্দিত তাপ!
তে আর কিতা,
অহন যাউগা!
বেইল নামলে বাদে আইয়ো -
যাইবাম্নে দোগান বায় হেইবালা!

Friday, March 2, 2018

তৃতীয় বন্ধনী

তাবৎ জমিনে নিষিক্ত বীজ ,
ময়দান জুড়ে তিক্ত অভিজ্ঞ বালুধোলাতে হামাগুড়ি দেওয়া শিশু পুঁটি মাছ -
বলছিলো ,
নিষিক্তকরনের দায় ভার তার!
সেই সুত্রে,
নিষ্ফলা সময়ের অপেক্ষা শেষে -
মালিকানাও তারই এক্তিয়ারে থাকার কথা।
না, 
গোলটেবিল বৈঠকে তার সমাধান হয়নি।

বরং ,
বন্ধনীতে আবদ্ধ হয়ে উঠেছে পিতারা দিনকেদিন ,পুঁটিপুত্রদের জারজ করে!

পচা পুস্কুনির বুদবুদ নাক দিয়ে না ডুকে,
চোখ দিয়ে মার্চ করে প্রবেশ করছে !
পুঁচকে পুঁটি মরছে না, শক্তপুক্ত গজার হয়ে যাচ্ছে ।



Wednesday, November 1, 2017

ধ্যাতব্য কালি

বিষাক্ত কালিতে ভুলেভালে সাদা শার্ট মেখেছে,
অনেকটা মাখামাখি হয়েছে।
দুতালা ডুপ্লেক্স বাড়ির সিঁড়ি যেমন সিনা বরাবর পৃথক করে বাতাস-
ঠিক পাশ-কার্নিশে জমাট হাউতাশ!

অপ্রস্তুতবসত,
সিঁড়ির পাশ-দেয়ালের লাল ইটেও কালো শার্ট মেখেছে,
অনেকটা কালিমা লেপন হয়েছে।
কক্ষের মাঝ বরাবর ছাদে গৃহগোধিকার উবাস পায়চারী-
অনুসন্ধানের কারবারী!

মেপেমেপে সিরিঞ্জ ভর্তি থিওপেন্থল নিলেও,
সে গোধিকা গুপ্তচর ব্যর্থ!

দুষিত কালির কালিমা, অন্তঃক্ষেপনে উঠে না।
দাগ উঠে না!

Saturday, September 9, 2017

অসুস্থ সুখ


রাত্রি প্রহর-
সীমিত বাতাসে হাতড়াই,
ভারসাম্যহীন বোধ হয়!
রেস্টুরেন্ট  মারাইয়া রসালো সময় কাটাতে পারি না,
অসুস্থ অসুস্থ মনে হয়!
জনপ্রিয় ভাইব্রাদার হয়ে উঠতে পারি না,
বিকার বিকার লাগে!

সকাল হয়-
সুস্থদের ভিড়ে আসি- অসুস্থতা ডাকপারে,
অকেজো অকেজো বোধ হয়!
কেতাদুরস্তপনা করতে পারি না,
বাতিল বাতিল বোধ করি।
চলন সই যান পলে বেশিদিন টিকাতে পারি না,
অচল অচল লাগে!
টানে-পানে কোনটাতেই সুখ হয় না,
টানামেরে পরে থাকি -
অসুখ অসুখ লাগে!

দুপুর হয়-
ভাই মারাইয়া পদাপদি করতে পারি না,
অসুস্থ  লাগে!
একটুবাদে -
খিদা লাগতে থাকে খাওনের কিছু পাই না,
বিরক্তি বিরক্তি  বোধ হয়-
পরোক্ষণে মনে হয়,অসুস্থ  ছিলাম।
স্মরণ হতেই অসুস্থতা ডাক দেয়-
আবার অসুখ অসুখ লাগতে থাকে!

সকালরাতে ফিরতিপথে, সুস্থতার সুখে গোবর মারাই -
না দেখে -
ঘাসে পুছতে থাকি,
আরকি? সেই...অসুস্থ অসুস্থ লাগাতার লাগতে থাকে!

Tuesday, June 20, 2017

নষ্ট দরখাস্ত

ছিলাম পর্দার বামপাশটায়,
নিবেদকরা দাঁড়াতো পশ্চিমে।
নিবেদকের লাইনে দাড়াতাম না -

বরাবর,
           প্রস্থাবনার কাগজ ফিরত দিয়েছ অনেকের -
আমি আবেদন করি নি , আবেদনের যোগ্যতা হয়নি ।
তখন ব্যস্থতারা এক হতো, এক টেবিলে কাটতো সময়,
সেই আহত টেবিলে !
মৃত মেহগনি ডাকতো ,বুঝাতো।
বিপ্লবী স্লোগান চায়ের কাপ কাঁপায় না যেমন,
আমি ডাক শোনতে পেতাম না।

নিষিদ্ধ হতাম ,

ঠিক সে ওয়াক্তে মাঝ বয়সী মেরুদণ্ডী কেঁচোরা আসতো অবর্ষায়-
সুযোগের নামে তারা গিলে খেতো আমার হাত-পা।
প্রস্থাবনার কাগজেরা কয়েদী হতো,
দিস্তার দিস্তা কাগজে পায়চারি করতো সরীসৃপ গোয়েন্দা -
বুঝতাম ওরা তার একই বৃক্ষের ফসল!

এসবে পেরিয়ে যেত জোনাকি প্রহর,
খোঁজ পেতাম না, প্রস্থাবনাও প্রস্থাবিত হতো না!

উড়ন্ত সাপেরা দর্শক হতো।
বিষের বৃষ্টি পরতো, দেখতে না !

Sunday, October 16, 2016

রাতামৃতা

সিরাপের কাঁচ বোতলের খুপিবাতি জ্বলন্ত,
ছনের বেড়াওয়ালা টিনচাল ঘরে -
সন্ধ্যাবিদায়ী নব্য রাতে ,
এক পা খুঁড়া টেবিল ।
আয়োজনে সীমপুঁটির ছালুন।
আরো কিছু লাগে?
লাগলে বলুন!